ফেসবুক আর ব্যক্তিজীবন

ফেসবুক আর ব্যক্তিজীবন
-আলমগীর কাইজার

ফেসবুক আর ব্যক্তিজীবন এক নয়।
কেউ সময় কাটানোর জন্য ফেসবুকে আসে, কেউ মন খারাপ থাকলে আসে, কেউ মন ভালো থাকলে আসে, কেউ ফ্রি এমবি থাকলে আসে, কেউবা কোনো কারণ ছাড়াই আসে। 

ফেসবুকে পোষ্ট/স্টাটাস বক্সে লেখা থাকে 'what's on your mind?' সত্যি বলতে কি, আমরা কি কখনো স্বাধীনভাবে আমাদের মনের কথা লিখতে পারি? প্রত্যেকটা লেখার আগে প্রত্যেকে বহুবার চিন্তা করে নিই, কি লিখছি, ভুল নাকি? লেখাটা লেখা কি ঠিক হবে? কেউ কিছু মনে করবে নাকি? তারপর বহু সেন্সর করে লেখাটা পোষ্ট করা হয়। তবুও লেখার ভেতর নিজের মনের কিছু কথা থেকে যায়, লেখার মধ্য দিয়ে নিজেই প্রকাশিত হয়ে যায়।

যাহোক, ঐ বহু সেন্সর করা লেখাটা আপনার ভালো লাগেনা, আপনাকে বিরক্ত করে, বিব্রত করে, লজ্জায় আপনার নাক-কান কাটা যায়, আপনি ঐ লেখা পড়ার পর অপবিত্র-অশুচি হয়ে যান, নিজের অজান্তেই ঐ লেখা পোষ্টকারীকে গালি দিয়ে নিজের পাপ বাড়ান ইত্যাদি ইত্যাদি।

ছোট্ট একটা অনুরোধ, ভাই, আপনি ঐ ধরণের লেখা পড়েন কেনো?
আপনি বলবেন, লেখা নিউজ ফিডে চলে আসে।
আমি বলি, 'ভাই, ঐ পোষ্টকারীকে এখনি আনফ্রেন্ড করুন। সবাইকে কেনো ফ্রেন্ড লিস্টে রাখতে হবে?'

ইন্টারনেট আর বাস্তব জীবন মোটেও এক নয়। কখনো কখনো এই দুইয়ে কোনো মিলই নেই।
আপনি বলবেন, ' আপনার লেখাই তো আমাকে বিরক্ত করে।'
আমি বলি, 'আমার লেখা খারাপ লাগলে এখনি, এই মুহূর্তেই আমাকে আনফ্রেন্ড করুন এবং আপনার লেখা আমার খারাপ লাগলে আমিও আপনাকে আনফ্রেন্ড করবো।

No comments

Powered by Blogger.