অমর ভেবে সার - লালন ফকির  

অমর ভেবে সার
- লালন ফকির
 

অমর ভেবে সার

দিন গেল আমার

সার বস্তু ধন এবার হলাম রে হারা।।

হাওয়া বন্ধ হলে

সব যাবে বিফলে

দেখে শুনে লালস গেল না মারা।।

গুরু যারে সদয় হয় এ সংসারে

লোভে সঙ্গ দিয়ে সেই যাবে সেরে।

অঘাটায় আজ মরণ আমারে

জানলাম না রে গুরুর করণ কি ধারা।।

মহতে কয় পূর্বে থাকলে সুকৃতি

দেখতে শুনতে গুরুর পদে হয় রতি।

সে পূণ্য মোর থাকিত যদি

তবে কি রে হইতাম এমন পাসরা।।

সময়ে ছাড়িয়ে জানিলাম এখন

গুরুর কৃপা নইলে বৃথা সে জীবন।

বিনয় করে কয় অধীন লালন,

মন রে আর কি আমি এবার পাব কিনারা।।

No comments

Powered by Blogger.