শোনো মেয়ে-আলমগীর কাইজার
শোনো মেয়ে
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
শোনো মেয়ে,
একবার যদি তুমি আমাকে খুঁজে পাও
তুমি আর কাউকেই খুঁজবে না কখনো।
একবার যদি তুমি ছুঁয়ে দাও আমায়
তুমি আর কাউকেই ছুঁবে না কখনো।
একবার যদি তুমি আমাকে খুঁজে পাও
তুমি আর কাউকেই খুঁজবে না কখনো।
একবার যদি তুমি ছুঁয়ে দাও আমায়
তুমি আর কাউকেই ছুঁবে না কখনো।
শুধু একবার এসো, মনের কিনারে
দুজনে মিলে দুটি পথ এক করি,
যেখানে ফোঁটে না ফুল কখনো
সেখানে দুজনে মিলে ফুল-পাতায় ভরি।
দুজনে মিলে দুটি পথ এক করি,
যেখানে ফোঁটে না ফুল কখনো
সেখানে দুজনে মিলে ফুল-পাতায় ভরি।
শোনো মেয়ে,
তুমি একবার চলে এলে আমার পথে
ফিরে যাবার কথা ভুলে যাবে চিরতরে,
তুমি একবার ভালোবেসে হাঁটলে সাথে
পৃথিবী পথে শান্তিদূত নেমে আসবে।
তুমি একবার চলে এলে আমার পথে
ফিরে যাবার কথা ভুলে যাবে চিরতরে,
তুমি একবার ভালোবেসে হাঁটলে সাথে
পৃথিবী পথে শান্তিদূত নেমে আসবে।
© আলমগীর কাইজার
২৯.০৬.২০১৮
কবিতাটি ‘বাংলা কবিতা’ সাইটে পড়তে এখানে ক্লিক করুন
অনেক সুন্দর হয়েছে ।
ReplyDeleteধন্যবাদ বন্ধু, শুভকামনা রইলো।
Delete