জীবন মৃত্যু -আলমগীর কাইজার

জীবন মৃত্যু
-আলমগীর কাইজার

পৃথিবী সৃজন করে তুমি
খেলছ যে এক মানব খেলা,
কি আর বুঝি মূর্খ আমি
বুকের ভিতর নীলের মেলা।

দীর্ঘায়ু চাইনা আমি
হারাতে চাইনা প্রিয়জন,
ভগ্নমনে আঘাত লাগলে
অবিশ্বাসে ভরবে মন।

কি আর আছে এই ভুবনে
কিছুই কি ভবে মৃত্যুঞ্জয়?
মৃত্যুভয় ঢুকলে মনে
সবই লাগে বিরহময়।

আর তো কিছুই চাইনা আমি,
চাওয়া পাওয়ার কিছুই নেই,
শিশুর চোখে দেখবো ভুবন
হারাবো নাকো আপন খেই।

১৯.০৭.২০১৮

আলমগীর কাইজার, তিস্তা ব্রিজ, রংপুর 
ফটোগ্রাফারঃ হুসাইন আল মামুন

No comments

Powered by Blogger.