কেউ কেউ জিতে যায় - আলমগীর কাইজার
কেউ কেউ জিতে যায়
-আলমগীর কাইজার
এইতো আমি বেশ ভালো আছি
রোদ্রের তাপে পুড়ে যায় চোখ,
যেখানে স্বপ্নগুলো খেলা করে অবিরাম
সেখানে এসে বসত করে ব্যর্থতার ভয়।
ব্যর্থ হতেও যে সাহস লাগে অসীম
সে সাহস তো কখনো হয়ে ওঠে না,
সবার চোখেই ব্যর্থতার ভয় খেলা করে
ডেকে ডেকে লোকেরা বলে, ধ্বংস হবি।
রোদ্রের তাপে পুড়ে যায় চোখ
পুড়ে যায় চোখের মাঝে শত স্বপ্ন,
সেই সাথে হারিয়ে যায় অসীম আকাশ,
অন্তরে এসে বসে পথ চলার অনীহা।
তবুও কি সবাই থেমে যায় রোদ্রের তাপে
সবাই কি হেরে যায় জীবনের পথে,
কেউ কেউ তো জিতেই যায় ব্যর্থতার পরে
যারা জিতে যায় তারা ভিন্ন কেউ নয়।
২০.০৭.২০১৮
আলমগীর কাইজার
বেরোবি, রংপুর
No comments