বৃষ্টি শেষে একদিন - আলমগীর কাইজার
বৃষ্টি শেষে একদিন
- আলমগীর কাইজার
- আলমগীর কাইজার
বৃষ্টি শেষে একদিন, কেউ আমাকে বলেছিল
চলো, অনেক দূরে পালিয়ে যায়!
কে বলেছে এমন কথা, কোন সময়ে?
সময় তারিখ হারিয়ে গেছে, হয়তো কেউ বলেছিল।
চলো, অনেক দূরে পালিয়ে যায়!
কে বলেছে এমন কথা, কোন সময়ে?
সময় তারিখ হারিয়ে গেছে, হয়তো কেউ বলেছিল।
বৃষ্টি শেষে একদিন, আকাশে রংধনু উঠেছিল
কেউ যে ছিল আমার সাথে, সেতো স্বপ্নের মতো!
আসলেই কেউ ছিল না, আমি একাই ছিলাম বসে
সন্ধ্যা তখন নেমেছিল আমার দেশে খুব যতনে।
কেউ যে ছিল আমার সাথে, সেতো স্বপ্নের মতো!
আসলেই কেউ ছিল না, আমি একাই ছিলাম বসে
সন্ধ্যা তখন নেমেছিল আমার দেশে খুব যতনে।
বৃষ্টি শেষে একদিন, সন্ধ্যা বেলা কেউ ছিলনা
তবু তুমি ছিলে স্বপ্নের মতো, কতো স্বপ্ন ছিল!
রংধনু হয়ে আসবে তুমি আমার দেশে বৃষ্টি শেষে
আমি অবাক চোখে তাকিয়ে রবো তোমার পানে।
তবু তুমি ছিলে স্বপ্নের মতো, কতো স্বপ্ন ছিল!
রংধনু হয়ে আসবে তুমি আমার দেশে বৃষ্টি শেষে
আমি অবাক চোখে তাকিয়ে রবো তোমার পানে।
২৮.০৭.২০১৮
![]() |
রংধনু
ফটোগ্রাফারঃ নাজনীন আক্তার
|
No comments