পথ- আলমগীর কাইজার
পথ
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
আমি রবো ভালোর সাথে, পথের সাথে পথে
ধ্বংসের কথা ভুলে গিয়ে, সৃষ্টির সাথে সাথে,
আমি কি কখনো পাপ করবো, নষ্ট পথে থেকে?
আমি কি কখনো নষ্ট হবো, সত্যের পথ রেখে?
ধ্বংসের কথা ভুলে গিয়ে, সৃষ্টির সাথে সাথে,
আমি কি কখনো পাপ করবো, নষ্ট পথে থেকে?
আমি কি কখনো নষ্ট হবো, সত্যের পথ রেখে?
বলবো কি আমি পূন্যের কথা, নিজেই পাপ পুষে
লোকে আমাকে রাখবে মাথায়, আমি রবো ভেসে!
এমন জীবন চাই না আমি, শূন্যই আমার ভালো
ভালোর বুকে ভালোই থাকে, আসুক যতো কালো।
লোকে আমাকে রাখবে মাথায়, আমি রবো ভেসে!
এমন জীবন চাই না আমি, শূন্যই আমার ভালো
ভালোর বুকে ভালোই থাকে, আসুক যতো কালো।
ধৈর্য আমার পথের সাথী, প্রেমই আমার সব
আমিই যদি খারাপ হই, কি করবে মোর রব!
আমার পথ আমার দিকে আসবেই একদিন
আমি রবো মানুষের বুকে, বাড়বে আমার ঋণ।
আমিই যদি খারাপ হই, কি করবে মোর রব!
আমার পথ আমার দিকে আসবেই একদিন
আমি রবো মানুষের বুকে, বাড়বে আমার ঋণ।
আমার মাঝে কখনো যদি সত্যের উদয় ঘটে
কে সরাবে, কে নড়াবে, আমার পথ থেকে,
ফিরবো আমি আমার পথে, আমিই আমার পথ
ভালোবাসায় ভরিয়ে তুলবো, আমার নিজের রথ।
কে সরাবে, কে নড়াবে, আমার পথ থেকে,
ফিরবো আমি আমার পথে, আমিই আমার পথ
ভালোবাসায় ভরিয়ে তুলবো, আমার নিজের রথ।
৩০.০৭.২০১৮
প্রকৃতি, কারমাইকেল কলেজ ক্যাম্পাস, রংপুর
ফটোগ্রাফারঃ নাজনীন আক্তার
|
No comments