তারপর আর ঘরে ফিরবো না-আলমগীর কাইজার
তারপর আর ঘরে ফিরবো না
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
আজ আমি ঘর থেকে বের হবো
তারপর আর কখনোই ঘরে ফিরবো না!!!
ভাবতেই বুকের ভিতর ভবন ধসের শব্দ শুনতে পাই!
তারপর আর কখনোই ঘরে ফিরবো না!!!
ভাবতেই বুকের ভিতর ভবন ধসের শব্দ শুনতে পাই!
জানো, মৃত্যুতে আমার কোনো ভয় নেই,
তবে মৃত্যুতে আমার বেশ কিছু কষ্ট আছে।
আমার বাবা-মা আমার জন্য পথ চেয়ে থাকবে
অথচ আমি ফিরবো না, আমি থাকবো না-ফেরার দেশে!
এই সুন্দর দেশটি থাকবে অথচ আমি থাকবো না!
আমি যাঁদেরকে ভীষণ পছন্দ করি এবং ভালোবাসি
তারা সবাই থাকবে অথচ আমি চলে যাবো!
তবে মৃত্যুতে আমার বেশ কিছু কষ্ট আছে।
আমার বাবা-মা আমার জন্য পথ চেয়ে থাকবে
অথচ আমি ফিরবো না, আমি থাকবো না-ফেরার দেশে!
এই সুন্দর দেশটি থাকবে অথচ আমি থাকবো না!
আমি যাঁদেরকে ভীষণ পছন্দ করি এবং ভালোবাসি
তারা সবাই থাকবে অথচ আমি চলে যাবো!
তুমি কি জানো, আমি যদি গড় আয়ুর সীমা অতিক্রম করি
তবে আমি হবো একটি উন্নত বাংলাদেশের সাক্ষী!
উন্নত বাংলাদেশ! ভাবতে পারো? স্বপ্নে ভাসো?
অথচ আমি সেই সেদিনের জন্য বাঁচতে চাই।
তবে আমি হবো একটি উন্নত বাংলাদেশের সাক্ষী!
উন্নত বাংলাদেশ! ভাবতে পারো? স্বপ্নে ভাসো?
অথচ আমি সেই সেদিনের জন্য বাঁচতে চাই।
আমাকে পৃথিবীর যেকোনো পরিস্থিতিই মেনে নিতে হবে
এবং ভুলে যেতে হবে অন্যের সকল দুর্ঘটনাজনিত কান্না,
কিন্তু আজ আমি ঘর থেকে বের হবো
তারপর আর কখনোই ঘরে ফিরবো না! ভাবতে পারিনা।
এবং ভুলে যেতে হবে অন্যের সকল দুর্ঘটনাজনিত কান্না,
কিন্তু আজ আমি ঘর থেকে বের হবো
তারপর আর কখনোই ঘরে ফিরবো না! ভাবতে পারিনা।
৩০.০৭.২০১৮
আলমগীর কাইজার, তিস্তা ব্রিজ, রংপুর
ফটোগ্রাফারঃ হুসাইন আল মামুন
|
No comments