চলো আমরা দুজন মেঘ হই-আলমগীর কাইজার

চলো আমরা দুজন মেঘ হই
-আলমগীর কাইজার

চলো আমরা দুজন মেঘ হই,
আকাশের নিচে নিচে ছুটে চলি নিজেদের ইচ্ছা মতন,
দূর থেকে দূরে এদেশ থেকে ওদেশে যেখানে খুশি
আমাদের কোনো সীমানা থাকবেনা, থাকবেনা কোনো কাঁটাতার।

চলো আমরা দুজন মেঘ হই
উড়ে যাই সেই দেশে, যে দেশে মুখোশ-মানুষ থাকে না,
অথবা চলো দুজনে খুঁজি এমন একটা দেশ
যে দেশে রক্ত নিষিদ্ধ, তারপর দুজনে ঝরে পড়ি।

তারপর দুজনে বৃষ্টি হই, একাকার হই দুজনে
মৃত্তিকার সাথে প্রেম করি, উর্বর হয়ে উঠি আমরা,
ডোবা-নালা-নদী হয়ে সমুদ্রে গিয়ে মিশে যাই
যেখানে প্রেম পবিত্র সেখানেই হোক আমাদের বসবাস।

চলো আমরা দুজন মেঘ হই
চলো প্রতারণার পৃথিবী ছেড়ে মানুষের দেশে যাই।

২১.০৭.২০১৮

মেঘ
  ফটোগ্রাফারঃ নাজনীন আক্তার 










No comments

Powered by Blogger.