আমি একবার চলে গেলে- আলমগীর কাইজার
আমি একবার চলে গেলে
- আলমগীর কাইজার
- আলমগীর কাইজার
আমি একবার চলে গেলে পৃথিবী ছেড়ে
আর আসবো না তোমাদের কাছে,
আর আমি চাইবো না প্রেম কিংবা স্নেহ
আর আমি বৃষ্টির জলে ভেজাবো না দেহ।
আর আসবো না তোমাদের কাছে,
আর আমি চাইবো না প্রেম কিংবা স্নেহ
আর আমি বৃষ্টির জলে ভেজাবো না দেহ।
আমি একবার চলে গেলে চলে যাবো
ভুলে যাবো আমি এই পৃথিবীর কথা,
কে বেশি সত্য! কে বড় মিথ্যা!
এসব নিয়ে থাকবে না কোনো মাথাব্যথা।
ভুলে যাবো আমি এই পৃথিবীর কথা,
কে বেশি সত্য! কে বড় মিথ্যা!
এসব নিয়ে থাকবে না কোনো মাথাব্যথা।
আমি একবার চলে গেলে আসবো না আর
এই দেহ ভেঙে গেলে কে নেবে ভার,
আমি তো চলেই যাবো একদিন, চিরতরে
যতটুকু বেঁচে আছি, প্রেম নিও ভরে।
এই দেহ ভেঙে গেলে কে নেবে ভার,
আমি তো চলেই যাবো একদিন, চিরতরে
যতটুকু বেঁচে আছি, প্রেম নিও ভরে।
আমি একবার চলে গেলে শেষ হবে সব
সূর্য উঠবে, আমি আর দেখবো না
চাঁদের জোছনায়, আমি আর ভাসবো না
আমি একবার চলে গেলে আর আসবো না।
সূর্য উঠবে, আমি আর দেখবো না
চাঁদের জোছনায়, আমি আর ভাসবো না
আমি একবার চলে গেলে আর আসবো না।
১২.০৮.২০১৮
No comments