একটা স্বপ্ন দেখে জেগে উঠি- আলমগীর কাইজার
একটি স্বপ্ন দেখে জেগে উঠি
- আলমগীর কাইজার
- আলমগীর কাইজার
আমি বারবার একটি স্বপ্ন দেখে
ঘুম ভেঙে জেগে উঠি,
কেউ হাত বাড়িয়ে চাচ্ছে শুধু
একটু জল আর রুটি।
ঘুম ভেঙে জেগে উঠি,
কেউ হাত বাড়িয়ে চাচ্ছে শুধু
একটু জল আর রুটি।
এই দেশ কেনো স্বপ্ন দ্যাখেনা
চলে দেশদ্রোহীদের সাথে,
আমার ঘুম ভাঙে, ভুল স্বপ্ন দেখে
ভয় পাই মাঝ রাতে।
চলে দেশদ্রোহীদের সাথে,
আমার ঘুম ভাঙে, ভুল স্বপ্ন দেখে
ভয় পাই মাঝ রাতে।
এই দেশ কেনো শকুনেরা
খামচে ধরতে ধরে,
আজও কেনো ভয় নাই
শকুনের বুকে।
খামচে ধরতে ধরে,
আজও কেনো ভয় নাই
শকুনের বুকে।
ওরা কেনো এদেশ ত্যাগ করেনা
যারা দেশবিরোধী,
নষ্ট সন্তান দিয়ে কী হবে
ওদের বুকে ভিন্ন ছবি।
যারা দেশবিরোধী,
নষ্ট সন্তান দিয়ে কী হবে
ওদের বুকে ভিন্ন ছবি।
আমি বারবার একটি স্বপ্ন দেখে
ঘুম ভেঙে জেগে উঠি,
আমার স্বপ্নটা কবে বদলে যাবে
সেই আশায় বেঁচে থাকি।
ঘুম ভেঙে জেগে উঠি,
আমার স্বপ্নটা কবে বদলে যাবে
সেই আশায় বেঁচে থাকি।
০৮.০৮.২০১৮
No comments