আমি শিল্পকে ভালোবাসতে চাই না- আলমগীর কাইজার

আমি শিল্পকে ভালোবাসতে চাই না
- আলমগীর কাইজার

শিল্প আর শিল্পীর কোনো কাঁটাতার নেই।
কথাটা শুনতেই বুকের ভিতর কাঁটা বিঁধে যায়।
যে সৌন্দর্য নিজেকে ছাড়িয়ে শিল্প হ'য়ে উঠেছে
আমি সেই সৌন্দর্যকে ভালোবাসতে চাই না।

আমি যাকে ভালোবাসি সেই নারী কি শুধুই নারী?
তার সৌন্দর্য কি কখনো শিল্প হয়ে উঠবে না?
সে যদি শিল্পী হ'য়ে ওঠে, তবে কি হারিয়ে যাবে?
বুকের ভিতর বিঁধে যায় অজানা যন্ত্রণা।

আমার ভিতরে কেনো এতো যন্ত্রণা?
আমি কেনো এতো হারানোর ভয় পাই?
আমি কেনো শিল্পীকে ভয় পাই এতো বেশি?
আমি কেনো শিল্পকে ভালোবাসতে চাই না?

২৩.০৮.২০১৮

No comments

Powered by Blogger.