অথচ আজ আমি-আলমগীর কাইজার

অথচ আজ আমি
-আলমগীর কাইজার

অথচ আজ আমি ভালো আছি
তুমি নেই তোমার শহরে বহুদিন,
তুমি আজ ভিন্ন নেশায় মেতেছ
আমি বসে আছি তোমার শহরে।

অথচ আজ আমি ভিন্ন আমি
প্রজাপতির স্পর্শে সুন্দর হয়ে উঠি,
ভালোবাসায় সুন্দর হয় জীবন
জীবনের বাঁকে ফোটে গোলাপ ফুল।

অথচ আজ আমি বদলে গেছি
অতীতের সব ভুল ভুলে গেছি,
দিনরাত স্বপ্নের পথে হেঁটে চলি
এখন আমি ঠিক আমার মতো আমি।

অথচ আজ আমি প্রজাপতির প্রেমিক
দূর পথে হেঁটে হেঁটে অন্তরে প্রেম ফোটে
ভুলে যায় সমস্ত জীবনের লেনদেন
এইতো আমি বেঁচে আছি, এইতো আছি বেশ।

২০.০৮.২০১৮



No comments

Powered by Blogger.