তোমার এমন হওয়ার কথা ছিল না- আলমগীর কাইজার
তোমার এমন হওয়ার কথা ছিল না
- আলমগীর কাইজার
- আলমগীর কাইজার
স্রষ্টার নামে যারা নিজেদের স্বপ্ন ফেরি ক'রে ফেরে
তুমিও কি তাদের দলে মিশে যাও, ফাঁদে রাখো পা?
অথচ তোমার এমন হওয়ার কথা ছিল না,
তুমি তো সত্যকে ভালোবাসবে, ভালোবাসবে গণিতকে।
তুমিও কি তাদের দলে মিশে যাও, ফাঁদে রাখো পা?
অথচ তোমার এমন হওয়ার কথা ছিল না,
তুমি তো সত্যকে ভালোবাসবে, ভালোবাসবে গণিতকে।
তুমি যখন মৃত্যুর কথা বলো, যখন নরকের কথা বলো
আমার চোখে ভেসে আসে একদল ধর্মব্যবসায়ীর মুখ,
তুমি তো তাদেরকে চেনোনি, আমি ভুল করিনি,
আমি চিনেছি পূর্ব থেকে পশ্চিম, চিনেছি ভালোভাবে।
আমার চোখে ভেসে আসে একদল ধর্মব্যবসায়ীর মুখ,
তুমি তো তাদেরকে চেনোনি, আমি ভুল করিনি,
আমি চিনেছি পূর্ব থেকে পশ্চিম, চিনেছি ভালোভাবে।
তোমার অন্তরে ঝরে পড়ে অমৃত সুধার সংগীত-সুর
অথচ তুমি মিথ্যা প্রচার করো প্রতিনিয়ত মানুষের মাঝে,
তুমি যা নও, তাই প্রকাশ করো মানুষের সামনে,
কেনো তুমি এমন হলে, তুমি তো সত্য পথের পথিক।
অথচ তুমি মিথ্যা প্রচার করো প্রতিনিয়ত মানুষের মাঝে,
তুমি যা নও, তাই প্রকাশ করো মানুষের সামনে,
কেনো তুমি এমন হলে, তুমি তো সত্য পথের পথিক।
আমি তোমার কথা ভেবে ভেবে প্রায়ই বিষ্মিত হই
অথচ তোমার এমন হওয়ার কথা ছিল না।
অথচ তোমার এমন হওয়ার কথা ছিল না।
২৩.০৭.২০১৮
No comments