এই স্বাধীনতা দিয়ে আমি কি করবো?- আলমগীর কাইজার

এই স্বাধীনতা দিয়ে আমি কি করবো?
- আলমগীর কাইজার

এই স্বাধীনতা পাওয়ার জন্য কি
আমার ভায়েরা মরেছিল একাত্তরে?
এই স্বাধীনতা পাওয়ার জন্য কি
আমার মায়েরা দরজার খিল দিয়ে মোনাজাতে বসেছিল?
তাদের সকল স্বপ্নই কি আজ ব্যর্থ হয়ে যাবে?
এই স্বাধীনতা দিয়ে আমি কি করবো?

রাস্তার ধারে এখনো ক্ষুধাতুর বাচ্চার চোখ জ্বলে ওঠে,
আজও হাত বাড়াই সন্তান কোলে অনাহারী মা,
আজও শুনতে হয় ধর্ষিত বোনের তীব্র চিৎকার,
বিচার চাই! কোথায় হারিয়ে গেছে বিচারের বাবা-মা।
এই রাষ্ট্রের কি কোনো মাথাব্যথা নেই এসব নিয়ে?
এই স্বাধীনতা দিয়ে আমি কি করবো?

নিঝঞ্ঝাট একটা চাকুরী চেয়েছিল বলে
তোমরা হাতুরি পেটা করে চিরতরে পঙ্গু করেছ যুবকে,
কেউ কেউ যদি রাষ্ট্রের কাছে বেশি আবদার করে
আমি তো সেই আবদারে কোনো দোষ দেখিনা,
হতাশ যুবককে পথ দেখানো কি রাষ্ট্রের কাজ নয়?
এই স্বাধীনতা দিয়ে আমি কি করবো?

তুমিও লজ্জা পাবে পিতা, তোমার সন্তানেরা আজ বর্বর,
কেউ কেউ এইদেশে কোটি টাকায় বিলাসিতা করে
কেউ দুবেলা খাবার জোটাতেই হিমশিম খায়,
কেউ কেউ দুরারোগ্য ব্যাধি নিয়ে মৃত্যুর অপেক্ষায়,
অথচ এমন তো কথা ছিল না, এমন তো চাইনি কেউ।
এই স্বাধীনতা দিয়ে আমি কি করবো?


১০-০৭-২০১৮

No comments

Powered by Blogger.