কবিতা - ঠিক ততটায়
ঠিক ততটায়
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
ভালোবাসি আমি
আমার তোমাকে,
যতটা বাসা যায়
ঠিক ততটায়।
আমার তোমাকে,
যতটা বাসা যায়
ঠিক ততটায়।
কেঁপে কেঁপে উঠি
চেয়ে চেয়ে দেখি,
যতটা দেখা যায়
ঠিক ততটায়।
চেয়ে চেয়ে দেখি,
যতটা দেখা যায়
ঠিক ততটায়।
হেসে হেসে বলি
খুব ভালোবাসি,
যতটা হাসা যায়
ঠিক ততটায়।
খুব ভালোবাসি,
যতটা হাসা যায়
ঠিক ততটায়।
চোখে চোখে রেখে
যায় ভেসে ভেসে,
যতটা ভাসা যায়
ঠিক ততটায়।
যায় ভেসে ভেসে,
যতটা ভাসা যায়
ঠিক ততটায়।
হঠাৎ রেগে গেলে
রাগ যায় বেড়ে,
যতটা রাগা যায়
ঠিক ততটায়।
রাগ যায় বেড়ে,
যতটা রাগা যায়
ঠিক ততটায়।
বৃষ্টি এসে গেলে
বৃষ্টি জলে মিশে,
যতটা ভেজা যায়
ঠিক ততটায়।
বৃষ্টি জলে মিশে,
যতটা ভেজা যায়
ঠিক ততটায়।
ভালো কিংবা মন্দ
বেসেই শুধু যাবো,
তুমিও থেকো পাশে
ঠিক ততটায়।
বেসেই শুধু যাবো,
তুমিও থেকো পাশে
ঠিক ততটায়।
২৬.০৯.২০১৮
প্রতীকী ছবিঃ ভালোবাসি আমি |
No comments