লালনগীতি - যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়

যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
- লালন ফকির

যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়।
এক হাতে যদি বাজতো তালি
তবে দুই হাত কেন লাগায়।।

গুরু-শিষ্য এমনি ধারা
চাঁদের কোলে থাকে তারা
খাঁচা বাঁশে ঘুণে জ্বরা
গুরু না চিনলে ঘটে তাই।।

গুরু লোভী শিষ্য কামী
প্রেম করা তার সেচা পানি
উলুখড়ে জ্বলছে অগ্নি
জ্বলতে জ্বলতে নিভে যায়।।

গুরু-শিষ্যে প্রেম করা
মুঠের মধ্যে ছায়া ধরা
সিরাজ সাঁই কয়, লালন ত্যারা
এমনই প্রেম করা চাই।।


ছবিঃ লালন ফকির
















No comments

Powered by Blogger.