মনের মন্ত্রণা - আলমগীর কাইজার
মনের মন্ত্রণা
- আলমগীর কাইজার
- আলমগীর কাইজার
রাতের অশ্রু শুকিয়ে যায় চোখের কোণে
সকালের ঠোঁটে ভাসে মেকি হাসির বন্যা,
মিথ্যায় মিথ্যায় ছেয়ে গেছে পৃথিবী
হাসি খুশি মুখ নিয়েই মিথ্যা বলে কন্যা।
সকালের ঠোঁটে ভাসে মেকি হাসির বন্যা,
মিথ্যায় মিথ্যায় ছেয়ে গেছে পৃথিবী
হাসি খুশি মুখ নিয়েই মিথ্যা বলে কন্যা।
সত্য, সেকি সত্য নাকি? যা কিছু যাচ্ছে ঘটে
দুঠোঁট সেতো ঠোঁট নয়, সে এক মিথ্যার ঝর্ণা,
তবু কি সত্যরা মুখ তুলে তাকাবে?
নাকি মিথ্যারা হ'য়ে যাবে সত্যের ওড়না।
দুঠোঁট সেতো ঠোঁট নয়, সে এক মিথ্যার ঝর্ণা,
তবু কি সত্যরা মুখ তুলে তাকাবে?
নাকি মিথ্যারা হ'য়ে যাবে সত্যের ওড়না।
সব কি ভেসে যাবে? রয়ে যাবে সত্য!
নাকি সব ভুলে পাওয়া ভুল কোনো তথ্য?
সত্য সব হ'য়ে যায় মিথ্যা যন্ত্রণা
তবু মোরা বেঁচে আছি, এটাই তো মন্দ না।
নাকি সব ভুলে পাওয়া ভুল কোনো তথ্য?
সত্য সব হ'য়ে যায় মিথ্যা যন্ত্রণা
তবু মোরা বেঁচে আছি, এটাই তো মন্দ না।
০৪.০৯.২০১৮
No comments