কবিতা - সৃষ্টির পথে এসো
সৃষ্টির পথে এসো
- আলমগীর কাইজার
- আলমগীর কাইজার
এক বুক ভালোবাসা নিয়ে পথে হেঁটে যাবো
যতটুকু সামর্থ্যে থাকে তোমাকে ভরিয়ে দেবো,
সফলতা আর বিফলতার মাঝে যা কিছু পাবো
সবটুকু ভালোবাসা তোমাকেই দিয়ে যাবো।
যতটুকু সামর্থ্যে থাকে তোমাকে ভরিয়ে দেবো,
সফলতা আর বিফলতার মাঝে যা কিছু পাবো
সবটুকু ভালোবাসা তোমাকেই দিয়ে যাবো।
যতোটা পাওয়া যায় একজীবনে, ততটুকু নেবো
ততটুকুতেই কৃতজ্ঞতা, যতটুকু আমার নিতান্ত
মুক্ত বাতাস, বিশাল আকাশ, ভাসমান পৃথিবী
প্রতিটি প্রহরে, প্রতিটি প্রার্থনায় রইলো ধন্যবাদ।
ততটুকুতেই কৃতজ্ঞতা, যতটুকু আমার নিতান্ত
মুক্ত বাতাস, বিশাল আকাশ, ভাসমান পৃথিবী
প্রতিটি প্রহরে, প্রতিটি প্রার্থনায় রইলো ধন্যবাদ।
যদি কখনো তুমি তীরে এসে ঘর না চেনো
ভেঙে যেতে ইচ্ছা হয়, কক্ষপথ থেকে বহুদূর
তবে আমার কবিতার দোহাই, কবিতার কসম
তুমিও নাহয় কবিতার প্রেমে সৃষ্টির পথে এসো।
ভেঙে যেতে ইচ্ছা হয়, কক্ষপথ থেকে বহুদূর
তবে আমার কবিতার দোহাই, কবিতার কসম
তুমিও নাহয় কবিতার প্রেমে সৃষ্টির পথে এসো।
২৮.০৯.২০১৮
No comments