কবিতা - ভালোবাসায় তোমার অধিকার নেই
ভালোবাসায় তোমার অধিকার নেই
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
জীবনের পথে চলি জীবনের মতো
ধুকে ধুকে চলে লাভ কি বলো?
কি হবে আর ছোট এই জীবনে
মৃতদের সাথে মিথ্যায় মিশে গিয়ে?
ধুকে ধুকে চলে লাভ কি বলো?
কি হবে আর ছোট এই জীবনে
মৃতদের সাথে মিথ্যায় মিশে গিয়ে?
তুমি যায় হও, তাতে আমার ক্লান্তি নেই
রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেটে বুদ হও
পাশের বাড়ির মেয়েটিকে উত্যক্ত করো,
শুধু বলি ভালোবাসায় তোমার অধিকার নেই।
রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেটে বুদ হও
পাশের বাড়ির মেয়েটিকে উত্যক্ত করো,
শুধু বলি ভালোবাসায় তোমার অধিকার নেই।
তুমি যতোই আঘাত করো পথে প্রান্তরে
কিংবা গালি দাও গান আর কবিতাকে,
তুমি যায় করো আমি বিরক্ত হবো না কখনো
শুধু বলি ভালোবাসায় তোমার অধিকার নেই।
কিংবা গালি দাও গান আর কবিতাকে,
তুমি যায় করো আমি বিরক্ত হবো না কখনো
শুধু বলি ভালোবাসায় তোমার অধিকার নেই।
তুমি যায় ভাবো কিংবা তুমি যায় করোনা কেনো
শোনো বলি, তুমি শুধু কবিতাকে আঘাত কোরো না,
তুমি ভালোবাসাকে ভেঙে রক্তাক্তও করতে পারো
শুধু বলি ভালোবাসায় তোমার অধিকার নেই।
শোনো বলি, তুমি শুধু কবিতাকে আঘাত কোরো না,
তুমি ভালোবাসাকে ভেঙে রক্তাক্তও করতে পারো
শুধু বলি ভালোবাসায় তোমার অধিকার নেই।
২২.০৯.২০১৮
আলমগীর কাইজার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রংপুর |
No comments