প্রত্যর্পণ - আলমগীর কাইজার

প্রত্যর্পণ
- আলমগীর কাইজার

এক দুই তিন গুনতে গুনতে
হঠাৎ আবিষ্কার করলাম, আমি কেনো গুনছি?
ঘুমতো আমার আসবে নাকো আজ
কারো মনে কষ্ট দিয়ে বৃথাই আমার সুখী হওয়ার সাজ।

হঠাৎ তখন টিকটিক কোরে ঘড়ির কাটা নড়ে,
এতো দিনে আজই আমি শুনতে পাচ্ছি তবে,
আজকে তবে রাতটা আমার কেটেই যাবে দুঃখে
ফুলের গায়ে আঘাত করে, কে সুখী হয় কবে?

০৬.০৯.২০১৮
কবিতাটি সামহোয়্যার ইন ব্লগে পড়তে এখানে ক্লিক করুন 


ছবিঃ প্রেমময় মুহূর্ত














No comments

Powered by Blogger.