ছড়া - সত্য মিথ্যা
সত্য মিথ্যা
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
দূর আকাশে তারা ভাসে
পাতায় পাতায় দোয়েল হাসে
আমরা সবাই তাকিয়ে দেখি
সত্য কী সব, নাকি মেকি?
পাতায় পাতায় দোয়েল হাসে
আমরা সবাই তাকিয়ে দেখি
সত্য কী সব, নাকি মেকি?
সারা শহর কাক ডেকে যায়
কোথাও কোনো মানুষ যে নাই,
সবাই যে আজ নিরব-পাথর
সত্যের গায়ে মিথ্যার আতর!
কোথাও কোনো মানুষ যে নাই,
সবাই যে আজ নিরব-পাথর
সত্যের গায়ে মিথ্যার আতর!
তাই সোনারু ঘুমিয়ে পড়
নয়তো তোরা জেগেই মর,
আমি এখন তাকিয়ে রবো
মিথ্যা ফেলে সত্য হবো।
নয়তো তোরা জেগেই মর,
আমি এখন তাকিয়ে রবো
মিথ্যা ফেলে সত্য হবো।
২১.১০.২০১৮
© আলমগীর কাইজার
© আলমগীর কাইজার
No comments