কবিতা - পঁচিশ বছর বয়স
পঁচিশ বছর বয়স
-আলমগীর কাইজার
পঁচিশ বছর বয়স চারিদিকে খুঁজে ফেরে হতাশা
কেউ দেয় না প্রেম, রাখেনা সম্পর্ক কিংবা আত্মীয়তা
দূরে দূরে সরে যাই সব, কেউ কথা রাখে না এই বয়সে
এই বয়সে সকলে তাকায় হিংসে আর সন্দেহের চোখে
ধ্বংস নাকি বিজয়? হিংসের বাণী ছড়িয়ে পড়ে দিকে দিকে
এই বয়সেই কেউ মৃত আর কেউ জীবিত লাশ হয়ে বাঁচে
পঁচিশ বছর বয়স চারিদিকে খুঁজে ফেরে হতাশা
এই বয়সে জীবন্ত তরুণ ঝিমিয়ে পড়ে, পায়না গুরু-দিশা।
(ভালো থেকো সুকান্তের আঠারো, ভালো থেকো আশা,
আবার সময় হলে ফিরবো তোমাতে, বুকে নিয়ে ভালোবাসা।)
©আলমগীর কাইজার
২২.১০.২০১৮
No comments