কবিতা - যদি তুমি সৃষ্টিতে আঘাত করো
যদি তুমি সৃষ্টিতে আঘাত করো
-আলমগীর কাইজার
সকালের ঘুম ভাঙ্গে পাখির সুরে
স্রষ্টার দানের অপরুপ সৃৃৃষ্টি এই পাখি,
ওদের কন্ঠে শুনি ভালোবাসার কথা
আরও শুনি মমতা আর মানবতা।
আঘাত কোরোনা স্রষ্টার সৃষ্টিতে
মানুষেরও আছে পাখির মত কন্ঠ,
যদি তুমি সৃষ্টিতে আঘাত করো
তবে তুমি হারাবে সৃষ্টির স্রষ্টাকে।
৩০.১০.২০১৮
© আলমগীর কাইজার
No comments