সংগীত কবিতা নিয়ে বিতর্ক

সংগীত হারাম নাকি হালাল? ধর্মীয় এই বিতর্ক বহু পুরনো।
সংগীতের সাথে বাজনা থাকা যাবে নাকি যাবেনা?
এসব বিতর্ক সারাজীবন বিতর্কই থেকে যাবে।
শুধু গান নয়, অনেকের মতে কবিতাও হারাম। (জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (রঃ) এর কবিতা পড়েছেন?)
অনেক সুফিসাধককে পাওয়া যায় যারা গান গেয়েছেন, কবিতাও লিখেছেন।
সুফিবাদ নিয়ে বিতর্ক আছে, কেউ কেউ মনে করেন, সুফিবাদ ভণ্ডামি। (যদিও সুফিবাদ নিয়ে তেমন কিছুই জানা নেই) তবুও অবাক হতে হয় আমরা কিভাবে মুসলমান হলাম?
আমরা ইসলাম ধর্ম পেয়েছি (ভারতীয় উপমহাদেশের মুসলমানরা) মূলত আউলিয়াদের কাছ থেকে যেমন শাহ জালাল (রঃ), নিজামুদ্দিন আউলিয়া(রঃ), শাহ মখদুম (রঃ) প্রমুখ, যারা সকলেই সুফি সাধক ছিলেন। তাঁদের হাত ধরেই আমরা মুসলমান।

০১.১১.২০১৮
© আলমগীর কাইজার


















No comments

Powered by Blogger.