কবিতা - বারবার আমি সরে যাই
বারবার আমি সরে যাই
-আলমগীর কাইজার
কখন কীভাবে আমি সরে এলাম এতো বহুদূর
তারায় সাজানো রাত, বদলে গেলো আমার প্রিয় সুর,
নিজেকে জানিনি কখনো, বুঝিনি আমি আমার আমাকে
প্রেমের আহবানে খুঁজেছি চারিদিকে তোমার তোমাকে।
বুকের অন্ধকারে যেখানে হায়েনারা ধ্বংস চায়
হৃত্পিণ্ড ছিঁড়ে সেখান থেকে বারবার আমি সরে যাই,
ফিরে যাই আমি সেই প্রেমে যেখানে চোখে থাকে চোখ
সেখানে ফিরে গেলে কেটে যায় সকল দুঃখ-ব্যথা-শোক।
© আলমগীর কাইজার
১৩.১১.২০১৮
No comments