কবিতা - কে বলো চায় মরিতে?
কে বলো চায় মরিতে?
-আলমগীর কাইজার
সামনে আমার আসছে যাহা তাতেই আমি মত্ত
ভাবছি নাকো দেখছি নাকো ছিঁড়েখুঁড়ে মর্ত্য,
মনের মাঝে তারই নেশা, যা আছে মন মাঝেতে
থাকছি মেতে সারাটি দিন, নানান ধাচের কাজেতে।
দিনের শেষে ক্লান্ত হলে ঘুম এসে যায় শরীরে
এই সুন্দর ভুবন ছেড়ে কে বলো চায় মরিতে?
বিশ্বাস আর প্রেম নিয়ে এসো প্রেমের পথেতে
ভালোবাসার আদর দিও তোমার মনের ক্ষততে।
©আলমগীর কাইজার ১৪.১১.২০১৮
No comments