কবিতা - আমাদের বন্ধন
আমাদের বন্ধন
-আলমগীর কাইজার
কেনো এতো দূরত্ব?
এতদিনের পরিচয়, আত্মীয়তা, বন্ধন, সব কি মিথ্যা?
কতো যে সময় গেছে দুজনে হেঁটেহেঁটে এক পথে,
আমি যে কখনোই আসিনি আত্মীয়তার দাবী নিয়ে।
অসীম প্রত্যাশার কাছে প্রাপ্তি শূন্য হলে বন্ধন ছিন্ন হয়,
অথচ আমাদের প্রত্যাশা অসীম ছিল না,
আমাদের প্রাপ্তিও শূন্য ছিল না।
তবুও আমাদের বন্ধন অবশেষে হলো বিপর্যস্ত।
০৩.১১.২০১৮
©আলমগীর কাইজার
No comments