শাস্ত্রীয় সংগীত উৎসব ২০১৮

শাস্ত্রীয় সংগীত উৎসব ২০১৮
২ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে মধ্যরাত পর্যন্ত।
স্থান- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আয়োজনে- সংস্কৃতি বিকাশ কেন্দ্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে (পুলিশ ফাঁড়ি মাঠ) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
শিল্পী হিসাবে থাকবেন ভারত ও বাংলাদেশের বরেণ্য শাস্ত্রীয় সংগীতজ্ঞজন। অতিথি শিল্পী হিসাবে থাকবেন- সুপ্রিয়া দাশ (কণ্ঠ), দেবজ্যোতি গুপ্ত (সেতার), বিভাকর চৌধুরী (তবলা), অসিত কুমার দে (কন্ঠ), প্রশান্ত কুমার দে (তবলা), মাহামুদুল হাসান (বেহালা), শাহিনা পারভীন (কন্ঠ), প্রশান্ত ভৌমিক (তবলা), মোহাম্মদ মতিউর রহমান (সারেঙ্গী) এবং মৃত্যুঞ্জয় দাশ (বাঁশি)।

০২.১১.২০১৮

© আলমগীর কাইজার



















No comments

Powered by Blogger.