গুরুক্তি - সত্য সঠিক পথ
ক্ষমতা, কর্তৃত্বের লোভ মানুষকে হিংস্র করে তোলে।
যা আমাকে বিভক্ত করে তা নিশ্চয় বিভ্রান্ত পথ।
যে পথ আমাকে অন্যের সাথে মিলিয়ে দিতে সাহায্য করে তাই সুন্দর পথ।
যাকিছু অন্য কেউ বিশ্বাস করে অথচ আমি বিশ্বাস করি না, তারমানে এই নয় যে তা মিথ্যা।
সত্যকে সংজ্ঞায়িত করা খুবই কঠিন, সত্য মূলত আপেক্ষিক।
তারাই অন্যকে আঘাত করে যারা নিজেদেরকে নিয়ে শঙ্কিত থাকে অথবা তারা বিভ্রান্ত ।
একজন ভালোমানুষ কখনো কাউকে রক্তাক্ত করতে পারে না।
সেটাই সত্য ও সুন্দর পথ যা একজন মানুষকে ভালো মানুষ করে তোলে এবং ভালোবাসতে শেখায়।
-আলমগীর কাইজার
০২.১২.২০১৮
লেখাটি সামহোয়্যার ইন ব্লগে পড়তে এখানে ক্লিক করুন
No comments