কবিতা - ছেড়া অতীত
ছেড়া অতীত
-আলমগীর কাইজার
রূপজায়ার দিকে মুখ তুলে তাকায় কবি।
দীর্ঘ সময় কীসব ভেবে প্রশ্ন করে,
‘এই দীর্ঘ ছেড়া অতীতকে কেনো সাথে রেখেছো?
বদলে নিতে ভয় কী? চলো ভিন্ন আকাশে পাখা মেলি।’
আকাশের দিকে তাকিয়ে উত্তর দেয় রূপজায়া,
‘ওটা আমার ছেড়া অতীত নয়, ওটা আমার প্রিয় অন্তর্বাস,
ওর সাথে মিশে আছে আমার এক জীবনের দীর্ঘশ্বাস
মিশে আছে আমার বুকের ক্ষত আর রক্তাক্ত ইতিহাস।’
© আলমগীর কাইজার
২৩.১১.২০১৮
কবিতাটি সামহোয়্যার ইন ব্লগে পড়তে এখানে ক্লিক করুন
No comments