কবিতা - যদি তুমি
যদি তুমি
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
যদি তুমি আমাকে জড়াতে চাও বুকে কম্পিত সুখে
তবে তুমি কবিতা লিখে এনো ঝিরঝিরানি বৃষ্টির ছন্দে
অথবা কোনো প্রেমিক কবির কবিতায় বই কিনে এনো
আমি একজন কবিতাকর্মীর বুকে মাথা রাখতে চাই।
তবে তুমি কবিতা লিখে এনো ঝিরঝিরানি বৃষ্টির ছন্দে
অথবা কোনো প্রেমিক কবির কবিতায় বই কিনে এনো
আমি একজন কবিতাকর্মীর বুকে মাথা রাখতে চাই।
যদি দিনশেষে ক্লান্তবেশে একসাথে কফি খেতে চাও
তবুও একটি প্রেমের কবিতা ভরা কবিতার বই এনো,
কফির শেষ চুমুক শেষ হবার আগেই কবিতার বই খুলো
মৃদু কণ্ঠে উচ্চারণ কোরো কয়েকটি কবিতার চরণ।
তবুও একটি প্রেমের কবিতা ভরা কবিতার বই এনো,
কফির শেষ চুমুক শেষ হবার আগেই কবিতার বই খুলো
মৃদু কণ্ঠে উচ্চারণ কোরো কয়েকটি কবিতার চরণ।
যদি তুমি অন্ধকারে মুখ লুকাতে নিরাপদ বুক খোঁজো
তবে তুমি শুধু একটি কবিতার উচ্চারণ শিখে এসো
শুধু একটি কবিতার জন্য সারাজীবন বুকে টেনে নেবো
আমি তো চিরদিনই একজন কবিতাকণ্ঠী মানুষ চাই।
তবে তুমি শুধু একটি কবিতার উচ্চারণ শিখে এসো
শুধু একটি কবিতার জন্য সারাজীবন বুকে টেনে নেবো
আমি তো চিরদিনই একজন কবিতাকণ্ঠী মানুষ চাই।
যদি তুমি হাজার মানুষের ভিড়ে শুধু আমাকেই চাও
তবে কবিতাকে ভালোবেসো, কবিতাকে কাছে টেনো
আমি কবিতার গন্ধ মাখতে তোমার ঘরে আসবো
কবিতার বুকে মাথা রাখতে তোমাকেই ভালোবাসবো।
তবে কবিতাকে ভালোবেসো, কবিতাকে কাছে টেনো
আমি কবিতার গন্ধ মাখতে তোমার ঘরে আসবো
কবিতার বুকে মাথা রাখতে তোমাকেই ভালোবাসবো।
© আলমগীর কাইজার
০৪.১২.২০১৮
০৪.১২.২০১৮
কবিতাটি সামহোয়্যার ইন ব্লগে পড়তে এখানে ক্লিক করুন
No comments