কবিতা - চলো স্বপ্নকে করি অনুসরণ
চলো স্বপ্নকে করি অনুসরণ
-আলমগীর কাইজার
চলো স্বপ্নকে করি অনুসরণ
নিজের ছায়ার সঙ্গী হই নিজে।
অন্যের মতো হয়ে লাভ কি বলো?
পদতলে দলে দিই নিষ্ঠুরতা।
সব মানুষ কিন্তু মানুষ নয়
কিছু মানুষ স্পষ্টত নরাধম,
বিভক্তির আনন্দে যারা প্রফুল্ল
তারা তো কখনোই মানুষ নয়।
চলো নিরাশার ঘর ভেঙে দিই
স্বপ্ন-আশার আলো জ্বালি অন্তরে,
চূড়ান্ত প্রেমের পথে হেঁটে যাই
ভেঙে দিই প্রতারকের কৌশল।
© আলমগীর কাইজার
০৪.১২.২০১৮
কবিতাটি সামহোয়্যার ইন ব্লগে পড়তে এখানে ক্লিক করুন
No comments