কবিতা - ইতিহাসের প্রয়োজন
সব ইতিহাস ঠিক থাকে না
আবার লেখা হবে ইতিহাস, নতুন ক'রে
বাদ যাবে অনেক সিদ্ধসত্য ইতিহাস
যোগ হবে তাই যা যোগ হওয়ার কথা ছিলো না
ইতিহাসের পাতায় বসে যাবে বন্য শুকর।
আবার লেখা হবে ইতিহাস, নতুন ক'রে
বাদ যাবে অনেক সিদ্ধসত্য ইতিহাস
যোগ হবে তাই যা যোগ হওয়ার কথা ছিলো না
ইতিহাসের পাতায় বসে যাবে বন্য শুকর।
তুমি আমি আমরা কেউ রবো না
আমাদের ইতিহাসের কী প্রয়োজন?
যাদের প্রয়োজন তাদের শরীরে আমাদের রক্ত
আমরা তাদের জন্য কী দেবো?
আমাদের ইতিহাসের কী প্রয়োজন?
যাদের প্রয়োজন তাদের শরীরে আমাদের রক্ত
আমরা তাদের জন্য কী দেবো?
কিছু দিতে না পারি, অন্তত শুদ্ধ ইতিহাস!
ইতিহাসের পাতায় ঘোত ঘোত শব্দ
লেবাসধারী শুকরের মুখে মানুষের মুখোশ
আমাদের ইতিহাসের কী প্রয়োজন?
লেবাসধারী শুকরের মুখে মানুষের মুখোশ
আমাদের ইতিহাসের কী প্রয়োজন?
যাদের প্রয়োজন তারা কী পাবে সত্য ইতিহাস?
না-কি তাদের কণ্ঠেও ঘোত ঘোত শব্দ!
তাদের কি সত্য ইতিহাস খোঁজার সময় হবে?
না-কি তাদের কণ্ঠেও ঘোত ঘোত শব্দ!
তাদের কি সত্য ইতিহাস খোঁজার সময় হবে?
© আলমগীর কাইজার
০৯.০৪.২০১৯
০৯.০৪.২০১৯
No comments