অণুকাব্য - তুমি আমার শুদ্ধ প্রেম

তুমি আমার শুদ্ধ প্রেম, নহলী হ'য়ে রবে
আমি হলাম দুঃখ-বালক, একটু কষ্ট সবে?
তোমার প্রেম শুদ্ধ হ'লে শুদ্ধ হবো আমি
তোমার প্রেমে মুগ্ধ হবো সারা দিবস-যামী।

© আলমগীর কাইজার
০৯.০৪.২০১৯

No comments

Powered by Blogger.