কবিতা - বৈশাখী বার্তা

পহেলা বৈশাখ
শোনো আজ নতুন দিনের আলো এসেছে
স্বপ্ন চোখে রঙিন সাজে মানস ভেসেছে,
বৈশাখী মন যখন তখন নৃত্যে মেতেছে
এসো সখা মুক্ত হবো মেলার বাতাসে।

ঘরে ঘরে প্রেমের বাণী, পথে শোভাযাত্রা
ভালোর আশায় বিশ্ববুকে নতুন সে এক মাত্রা,
পথে পথে মেলায় মেলায় নতুন দিনের ডাক
মঙ্গলেরই বার্তা নিয়ে এসেছে বৈশাখ।

স্বর্গ থেকে আসুক আজ হাজার হাজার পরী
দেখুক সত্য বাংলার বুক অনিন্দিত মণি,
ভুলে যাক তারা স্বর্গে যাওয়ার পুনঃপুন স্বাদ
পথের ধুলায় লুটিয়ে পড়ুক, ভাঙুক খুশির বাঁধ।

© আলমগীর কাইজার
০৮.০৪.২০১৯

No comments

Powered by Blogger.