গল্প - প্রথম পুরস্কার

আজ ডিপার্টমেন্টের ইফতার। ইফতারের আর ৪০ মিনিট বাকি আছে। আমি বন্ধু হুসাইনের সাথে ডিপার্টমেন্টের দিকে হেঁটে যাচ্ছি।

হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ আসলো। কেউ একজন আমার মোবাইলে ২০০ টাকা ফ্রেক্সি দিয়ে দিয়েছে। আমার গলা শুকিয়ে আসছে। আমার কাছে কোনো টাকা নেই। 




আমার বারবার মনে হচ্ছে কেউ হয়তো ফোন দিয়ে টাকাটা ফেরত চাবে। আগে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে তখন টাকা ফেরত দিয়েছি কিন্তু এই সময় তো সেটা সম্ভব হবে না।

আমি ডিপার্টমেন্টে বন্ধুদের সাথে বসে আছি, মাথার উপর ফ্যান ঘুরছে তবুও ঘেমে যাচ্ছি।

হঠাৎ ফোন আসে একটা বাংলালিংক নাম্বার থেকে, আমার গলা শুকিয়ে আসে। ফোন ধরে জানতে পারি ফোন দিয়েছেন প্রথম আলো বন্ধুসভার ঢাকা মহানগরের তথ্য প্রযুক্তি সম্পাদক শাকিব হাসান। আমার কিছুটা স্বস্তি লাগে, যাক, টাকা চাওয়ার জন্য কেউ ফোন দেয়নি। 

শাকিব ভাই আমাকে জিজ্ঞাসা করে আমাকে ২০০ টাকা রিচার্জ দেওয়া হয়েছে। পেয়েছি কিনা? আমি স্তম্ভিত হয়ে যায়। ভাই আমাকে জানায়, মা দিবস উপলক্ষে যারা লেখা পাঠিয়েছিল তাদের মধ্যে ১০ জনকে নির্বাচিত করা হয়েছে, তাদের মধ্যে আমি একজন। আমি তো পুরস্কারের কথা ভুলেই গিয়েছিলাম কেননা আমি আমার লেখার জন্য পুরস্কার পাবো এমনটা কখনো বিশ্বাস করিনি।




ধন্যবাদ প্রথম আলো বন্ধুসভা ♥। 

© আলমগীর কাইজার 
১৫.০৫.২০১৯

No comments

Powered by Blogger.