প্রবন্ধ - এদেশে কবির কোনো প্রয়োজন নেই

এদেশ ধর্ষকে ভরে যাক, এদেশে কবির কোনো প্রয়োজন নেই। আর তাই কবিকে সহজেই আঘাত করা যায়, গালি দেওয়া যায়, কবির চোদ্দগুষ্টি উদ্ধার করা যায়, জেলে ভরে রাখা যায়, এমনকি নির্বাসনে দেওয়া যায়। 

কবি নিরিহ, কবি দুর্বল, কবির মেরুদণ্ড আছে কিন্তু সোজা হওয়ার ক্ষমতা নেই। এদেশে মেরুদণ্ডহীন মানুষের খুব প্রয়োজন, কবির কোনো প্রয়োজন নেই। 
আলমগীর কাইজার

যারা বানান ক'রে বাংলা পড়ে কিংবা ভুল বানানে বাংলা লেখে তারাও কবিকে গালি দিতে পারে। কবিকে গালি দিতে কোনো যোগ্যতা লাগে না, এমনকি লেখাপড়া করারও প্রয়োজন হয় না।

তারা নিজেদেরকে মহৎ ভাবে, তারা সবাইকে গালি দেয় না, সবার বিরুদ্ধে কথা বলে না, তারা মিথ্যাকে আঘাত করে না, কারণ তারা মিথ্যা উপর ভর করে বেঁচে থাকে। তারা আঘাত করে সত্যকে, তারা আঘাত করে কবিকে।  তারা জানে, কবিকে গালি দিলে কোনো ক্ষতি নেই। কবিকে আঘাত করলে কোনো ক্ষতি নেই।

তারা যুগে যুগে কবিদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আঘাত করেছে, কবির জীবনকে তছনছ করেছে এবং নিজেদের  অজান্তেই কবিতাকে করেছে শক্তিশালী।

কবিরা ফুলকে ভালবাসে, ফুলের গায়েও আঘাত লাগায় না তবুও কবি খারাপ। যারা ফুলকে ভেঙেচুরে তছনছ করে, ফুলের বাগানে আগুন ধরিয়ে দেয় এই সমাজে তারাই ভালো।
সত্য অপ্রতিরোধ্য

কবি আঘাত করতে জানে না, কবির নেই কোনো পেশিশক্তি, নেই লক্ষ লক্ষ জনতা, তাই কবির কোনো প্রয়োজন নেই। যাদের পেশিশক্তি আছে তাদের মস্তিষ্ক থাকুক বা না থাকুক এই সমাজে তারাই মূল্যবান, কবির কোনো মূল্য নেই, এদেশে কবির থাকার প্রয়োজন নেই।

এদেশ ধর্ষকে ভরে উঠুক। কবিরা নির্বাসনে যাক, কবিরা হারিয়ে যাক, কবিরা ফুরিয়ে যাক। পৃথিবীকে সুন্দর করার কোনো প্রয়োজন নেই। পৃথিবী সুন্দরে ভরে গেলে নোংরা ব্যবসা থেমে যাবে। তাই তারা নষ্টকে পূজা করে, নষ্টকে ভালোবাসে। কবি সুন্দরকে ভালোবেসে প্রতিনিয়ত ভুল করে।

এদেশ ধর্ষকে ভরে উঠুক, এদেশে কবির কোনো প্রয়োজন নেই। এদেশে কবিতার কোনো প্রয়োজন নেই, এদেশে ফুল পাখি লতা পাতার কোনো প্রয়োজন নেই, এদেশে সুন্দরের কোনো প্রয়োজন নেই। এদেশে মানুষ রক্তাক্ত হোক, ধর্ষিত হোক, গুম হয়ে যাক। 
ফুল

এদেশে মানুষ রাস্তায় বের হয়ে পিষ্ট হয়ে মরুক, আগুনে পুড়ুক, পানিতে ভেসে যাক, খরায় শুকিয়ে যাক। এদেশের মানুষ ধ্বংস হয়ে যাক, তবুও এদেশে কবির কোনো প্রয়োজন নেই। এদেশে সুন্দরের কোনো প্রয়োজন নেই।

© আলমগীর কাইজার
১৫.০৫.২০১৯

No comments

Powered by Blogger.