প্রবন্ধ - সমাজের চোখে নারী
নারী |
সমাজের চোখে নারীর ভিন্ন ভিন্ন রূপ আছে। নারী কখনো মা, কখনো বোন, কখনো মেয়ে আবার কখনো রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যেকোনো নারী।
জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা-লক্ষ্মী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।- কাজী নজরুল ইসলামযে মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যেকোনো নারী সেও কারোর বোন, কারোর মা কিংবা কারোর মেয়ে। যে মেয়েটা সমাজের চোখে খারাপ সেই মেয়েটারও পরিবার আছে, সন্তান আছে কিংবা ভাইবোন আছে।
সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!- কাজী নজরুল ইসলাম
একটি সমাজের চোখে নারী তখনই খারাপ হয় যখন সেই সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ হয়। ভালো দৃষ্টিভঙ্গিসম্পন্ন সমাজে খারাপ মেয়ের জন্ম হয় না। যখন সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি ভালো হয় তখন নারী হয়ে ওঠে মমতাময়ী মা কিংবা কলিজার টুকরা বোন অথবা প্রেমময়ী প্রেমিকা।
পুরুষ হৃদয়-হীন, মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয় ঋণ।- কাজী নজরুল ইসলাম
আমাদের সমাজে একজন নারীকে কঠিন বাস্তবতার সাথে বসবাস করতে হয়। একজীবনে তাকে অনেক রূপের সাথে সাক্ষাৎ করতে হয়। কখনো সে সমাজের চোখে পণ্য হ'য়ে ওঠে আবার কখনো সে সমাজের চোখে হ'য়ে ওঠে একজন সর্বোৎকৃষ্ট সমাজকর্মী। আমাদের সমাজে নারীর পথচলাকে সহজ করতে হবে। নারীকে পিছনে ফেলে এই সমাজ কখনো এগিয়ে যেতে পারবে না।
এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল। - কাজী নজরুল ইসলাম
যেসব নারী অক্লান্ত পরিশ্রম করে আমাদের সমাজে এগিয়ে আসার চেষ্টা করে সমাজ তাদেরকে সাহায্য করে না বরং তাদের পথকে কণ্টকময় ক'রে তোলে। একজন কর্মজীবী নারী সকল বঞ্চনা সহ্য ক'রে তার উপার্জিত অর্থ প্রায় সম্পূর্ণ তার পরিবারের হাতে তুলে দেয় এবং পরিবারের জন্যই খরচ করে অথচ নারীরা তাদের নিজেদের অধিকারটুকু পায় না।
শস্যক্ষেত্র উর্বর হ’ল, পুরুষ চালাল হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।- কাজী নজরুল ইসলাম
নারীর জীবন ভাসমান। আমাদের সমাজে নারী কখনোই স্থায়ী হতে পারেনি, নারী যতই উপার্জন করুক না কেনো সত্যিকার অর্থে নারীর নিজস্ব কোন সম্পত্তি থাকে না। নারী ভালোবাসা হারানোর ভয়ে অথবা সমাজের একজন ভালো মানুষ হয়ে থাকার চেষ্টায় কখনো সম্পত্তি কিংবা অর্থের মালিক হতে চায় না। নারী তার উপার্জিত সকল অর্থ পুরুষের কাছে দিয়ে দেয় এবং যে ভালোবাসা সমাজের প্রতি কিংবা পরিবারের প্রতি প্রদর্শন করে সেই ভালোবাসা সে কখনোই পায় না।
সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না ক’, নারীরা আছিল দাসী! - কাজী নজরুল ইসলাম
আমাদের সমাজে নারী সামান্য যে অধিকারটুকু পাচ্ছে তা পেতেও প্রচুর সময় এবং কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। কিছু নারী প্রতারণার আশ্রয় নিয়ে বহুদূর পৌঁছে যায় এবং একদিন বহুদূর পৌঁছে গিয়ে বুঝতে পারে এসব তার প্রাপ্য নয়, সে মূলত অন্যের মালামাল বহন করা একজন বাহক।
সেদিন সুদূর নয়- যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়! - কাজী নজরুল ইসলাম
সমাজকে এগিয়ে নিতে হ'লে নারীকে এগিয়ে নিতে হবে। নারীকে ভালোবাসা ও সম্পত্তিতে তার পূর্ণ অধিকার প্রদান করতে হবে। নারী ও পুরুষ উভয়েই যখন সম অধিকারে সমাজে বিচরণ করবে তখনই সমাজ বসবাস যোগ্য হ'য়ে উঠবে।
© আলমগীর কাইজার
০৩.০৫.২০১৯
No comments