কবিতা - মনের আহবান
| মনের আহবান |
ক্লান্তি যখন ঘাড়ে বসে অলস হয় মন
ভেঙে যায় সকল আশা, ভেঙে যায় পণ,
কী আছে আজ সুসংবাদ? কি আছে প্রতিদান?
যার বিনিময় আমি নিরলস করব প্রেম পান!
সত্য-মিথ্যা যেখানে আজও হয়নি নিরূপণ
কে বলে সত্য? কে বলে মিথ্যা? নেই তো বিভাজন!
ক্লান্ত হ'য়ে পথের ধুলায় পথেই হেঁটে যাই
পৃথিবী একদিন সুন্দর হবে– এইতো অভিপ্রায়।
সিক্ত প্রাণে প্রাণ মিলিয়ে গাই প্রেমের গান
সকল অশুভ দূর হয়ে আজ মুক্ত হোক প্রাণ!
স্বজাতি বিজাতি মিলে যাক তবে– মনের আহ্বান
প্রেম পানে মন মুগ্ধ হবে, করবে চেতক দান।
© আলমগীর কাইজার
২৭.০৪.২০১৯

No comments