আজ থেকে বহুবছর পর যখন তোমার হবে ভিন্ন ঘর তুমি কি আমাকে ভাববে খুব করে, আজকের মতো নিয়ম মেনে। ফোন দিলে বলবে– ভালোবাসি ফুল পেলে বলবে– চলো ভাসি হঠাৎ পাঠিয়ে দেবে গল্পের বই! বইয়ের মাঝে রবে তোমার চিঠি! নাকি ভুলে যাবে লোকসম্মুখে রাখবে শুধু নীরব প্রার্থনাতে! © আলমগীর কাইজার ০৪.০৬.২০১৯ বহু বছর পর
No comments