আড়ংয়ের পণ্য বয়কট ও ব্রাক

ফেসবুকে সবাই আড়ংয়ের বিরুদ্ধে আন্দোলন করছে, আড়ংয়ের পণ্য বয়কট করছে। আমিও কি কোনো কিছু না জেনেই হুজুগেই তাদের দলে ভিড়ে যাবো? নাকি সমস্ত কিছু জানা প্রয়োজন। 


আপনি-আমি যদি আড়ং বয়কট করি তবে আড়ংয়ের খুব বেশি ক্ষতি হবে না। আড়ং ব্রাকের অঙ্গপ্রতিষ্ঠান তাই বয়কট করার আগে আমাকে অবশ্যই জানতে হবে দেশ গঠনে ব্রাকের কতটুকু ভুমিকা আছে? আর জানতে হলে ফেসবুক থেকে বের হয়ে বই পড়তে হবে, ইতিহাস জানতে হবে। ফেসবুক পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

আড়ং

দেশ নকল পণ্যে ভ'রে আছে। বিদেশি বৈধ অবৈধ পণ্যের ভারে দেশ ক্লান্ত। সবাই চায়ের দামে শরবত খাচ্ছে, ভেজাল খাচ্ছে, কারোর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বিশেষ কিছু মানুষের ভুল সিদ্ধান্তের কারণে সারা দেশের মানুষ একটি দেশি প্রতিষ্ঠানকে বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে যা মোটেও ঠিক নয়।


যুদ্ধপরবর্তী সময়ে স্যার ফজলে হাসান আবেদ দেশ ছেড়ে চলে না গিয়ে নানাভাবে দেশগঠনে চেষ্টা করেছেন। ব্রাক প্রতিষ্ঠা করেছেন। অনেক ঘটনার মধ্যে উল্লেখ করতে ইচ্ছা করছে, ১৯৭৪ সালে রংপুরে দুর্ভিক্ষ দেখা দিলে ১৫ হাজার শিশুকে প্রতিদিন দুইবেলা খাবার দিয়ে কোনো রকমের বাঁচিয়ে রেখেছিলেন। 

ব্রাক

এদেশের মানুষকে খাবার স্যালাইনের সাথে পরিচয় ঘটিয়েছে ব্রাক, দেশে অধিকাংশ মানুষ যখন নিরক্ষর ছিল তখন ব্রাক শুরু করে বয়ষ্ক শিক্ষা এবং পরবর্তীতে শিশু শিক্ষা,  বর্তমানে যে বাংলাদেশে টিকাদানের হার ৯৬ শতাংশ তার পিছনে আছে ব্রাকের অবদান (১৯৮৬ সালেও ছিল ৪ শতাংশ), এদেশে প্রথম অস্ট্রেলিয়া থেকে ভুট্টার বীজ এনে চাষ করে ব্রাক, এদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি শুরু করে ব্রাক, দ্রুত গতিতে মোবাইলে টাকা পাঠানোর মাধ্যম হিসাবে ব্রাক ব্যাংক নিয়ে আসে বিকাশ। 


ব্রাকের সাথে আমার কোনো ধরণের সম্পর্ক নেই (শুধু একটা বিকাশ একাউন্ট আছে) এবং এদেশে ব্রাকের যে অবদান তা আমি সব জানি না এবং আমি ব্রাকের সব অবদান লেখার চেষ্টাও করবো না, শুধু একটা কথাই বলবো সব প্রতিষ্ঠানেরই কিছু ভুল ত্রুটি থাকে, হয়তো দোষ করেছে কিছু ব্যক্তি, তাদের বিচার হওয়া উচিত এবং শাস্তি হওয়ার দরকার। কিন্তু তাই বলে একটি  প্রতিষ্ঠানকে বয়কট করা নির্বুদ্ধিতা। 


যদি আড়ং তথা ব্রাককে বয়কট করা হয় তবে তাদের তেমন কোনো ক্ষতিই হবে না, ক্ষতি হবে আমাদের। দেশি প্রতিষ্ঠান বয়কট করলে বিদেশি প্রতিষ্ঠানের ব্যবসা ভালো হবে। কার লাভ? কার ক্ষতি? নির্ভুল হিসাব করা মুশকিল। 


© আলমগীর কাইজার 

০৪.০৬.২০১৯


No comments

Powered by Blogger.