অপেক্ষা, সে-তো মধুর আসবে সে, যে আছে অচিনপুর। সে আসবে, যার ঘ্রাণ আমার প্রচণ্ড অভিমান সে আসবে, যার টান আমার বুকে বিঁধা বান। সে আসবে, আমি আছি অপেক্ষায় সে ছিল আমার পৃথিবী জুড়ে, এখন শুধু নাই তবু থাকবো আপেক্ষায়। © আলমগীর কাইজার ০৮.০৬.২০১৯
No comments