চিঠির কাছে ফিরে যাই
চলো আবার হাতে লেখা চিঠি কাছে ফিরে যাই
চলো লিখি মনের কথা আবেগের জলে
বুকের গহীন থেকে কথা তুলে চলো কথা লিখি
মনের সবকথা বাকযন্ত্র উচ্চারণ করতে পারেনা।
চলো আবার হাতে লেখা চিঠিতে ফিরে যাই
তোমাদের কী-প্যাডে অনেক মিথ্যা লিখেছি
কতো কথা হারিয়ে গেছে ডিলিট বাটুনের চাপে
আবার ফিরে যেতে চাই হাতে লেখা চিঠির কাছে।
© আলমগীর কাইজার
০৮.০৬.২০১৯
No comments