কবিতা - আমার ব্যর্থতা
আমার মতো ব্যর্থ আর কেউ এখানে আসেনি।
আমি বিজয়ের কথা বলেছি, জয়ী হইনি
আমি প্রেমের কথা বলেছি, প্রেম পাইনি
আমি চুম্বনের কথা বলেছি, চুমু খাইনি
আমি আলিঙ্গনের কথা বলেছি, জড়িয়ে ধরিনি
আমি সঙ্গমের কথা বলেছি, সঙ্গ পাইনি
আমি আরও অনেক কথা বলেছি কিন্তু কিছুই পাইনি।
আমার মতো ব্যর্থ আর কেউ আসেনি।
আমার মতো নিভৃতচারী আর কেউ নেই।
আমি নারীর ছবি এঁকেছি
আমি চুলের ছবি এঁকেছি
আমি চোখের ছবি এঁকেছি
আমি নাসিকা রন্ধ্রের ছবি এঁকেছি
আমি ঠোঁটের ছবি এঁকেছি
আমি কণ্ঠনালির ছবি এঁকেছি
আমি স্তনের ছবি এঁকেছি
আমি নাভির ছবি এঁকেছি
আমি এঁকেছি আরও অনেক কিছুর ছবি কিন্তু ছুঁইনি।
আমার মতো ব্যর্থ আর কেউ নেই।
© আলমগীর কাইজার
০৮.০৬.২০১৯
No comments