এইজন্যই বিয়ে করা বউ আর লিখিত সার্টিফিকেটের প্রয়োজন, মুখে যতই বলি বউ-বউ কখনোই তুমি বউ হ'য়ে ওঠো না কোথাও একটা ফারাক থেকে যায় আজীবন। মুখের কথা কী মূল্য আছে? এমনকি মনের কথার? সব বদলে যায় সময়ের ব্যবধানে, লিখিত অক্ষরগুলো শুধু বদলায় না এইজন্যই লিখিত সম্পর্কের খুব প্রয়োজন। © আলমগীর কাইজার
No comments