অণুকাব্য - তবু আশা বেঁচে থাকে

তবু আশা বেঁচে থাকে
যদিও সবাই চলে যায় ঘর ভেঙে, 
একদিন আমিও চলে যাবো 
একদিন তুমিও চলে যাবে। 
পৃথিবীর বুক থেকে একদিন সব মুছে যাবে 
ছোট্ট এ জীবনে তবু স্বপ্ন বেঁচে থাকে 
তবু আশা বেঁচে থাকে। 

© আলমগীর কাইজার 
১১.০৭.২০১৯


তবু আশা বেঁচে থাকে

No comments

Powered by Blogger.