কবিতা - আমাদের গল্প

জানো প্রজাপতি, 
ওরা বিপ্লবের কথা বলে
আমি বলি ভালোবাসার কথা। 
ওরা বিদ্রোহ পছন্দ করে কিন্তু পালিয়ে বাঁচে 
আমি প্রেমকে কাছে টানি আর বাঁচি আপোসে। 

শোনো প্রজাপতি,  
একদিন আমি তোমার কাছে যাবো 
তুমি থাকবে আমার খুব কাছে 
অথবা আমরা কেউ কাউকেই পাবো না কখনো
কিন্তু তাতে পৃথিবীর কোনো লাভ নেই। 

এসো প্রজাপতি, 
পাশাপাশি হাঁটি, জীবনকে করি সহজ 
বিপ্লবে কোনো লাভ হবে না, হয়নি কখনো 
প্রেমের ফসলে ভ'রে তুলি পৃথিবী 
চলো আমরা, শস্যক্ষেতের আল দিয়ে হাঁটি।

© আলমগীর কাইজার 
২১.০৭.২০১৯


আমাদের গল্প 


No comments

Powered by Blogger.