কবিতা - হয়তো একদিন
প্রজাপতি, আমি বেঁচে আছি
এখনো বেঁচে আছি হালকা আলোয়
হয়তো আমি একদিন চলে যাবো
কিন্তু থেকে যাবে মানুষের ইতিহাস।
আজ থেকে বহুবছর পর
হয়তো মানুষ বদলে যাবে
নিজের ললাট সেদিন নিজেই লিখবে
তারা কি মনে রাখবে, বোকা আমাদের?
প্রজাপতি, আমি কিংবা তুমি
আমরা কেউই বেঁচে থাকব না
সেদিন হয়তো মানুষ থাকবে
আজকের চেয়ে ভালো আর উন্নত মানুষ।
© আলমগীর কাইজার
২১.০৭.২০১৯
হয়তো একদিন
No comments