লালনগীতি - সত্য বল সুপথে চল
সত্য বল সুপথে চল
ওরে আমার মন।
সত্য সুপথ না চিনিলে
পাবিনে মানুষের দর্শন।
খরিদ্দার মহাজন যে জন
ওরে আমার মন।
সত্য সুপথ না চিনিলে
পাবিনে মানুষের দর্শন।
খরিদ্দার মহাজন যে জন
বাটখারাতে কম
তারে কসুর করবে যম।
গদিয়ান মহাজন যেজন
বসে কেনে প্রেমরতন।
পরের দ্রব্য পরের নারী
তারে কসুর করবে যম।
গদিয়ান মহাজন যেজন
বসে কেনে প্রেমরতন।
পরের দ্রব্য পরের নারী
হরণ করোনা
পারে যেতে পারবে না।
যতবার করিবে হরণ
ততোবার হবে জনম।
লালন ফকির আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে।
সই হলো না একমন দিতে
আসলেতে প’লো কম।
পারে যেতে পারবে না।
যতবার করিবে হরণ
ততোবার হবে জনম।
লালন ফকির আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে।
সই হলো না একমন দিতে
আসলেতে প’লো কম।
No comments